ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনায় ৬ বিদেশি গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন মার্কিন, দু’জন স্প্যানিশ ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক। স্থানীয় সময় শনিবার, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসদাডো ক্যাবেলো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছয় নাগরিককে গ্রেপ্তারসহ শতাধিক অস্ত্রও জব্দ করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ অন্যান্য শীর্ষ নেতাদের হত্যা করার পরিকল্পনা করেন।

বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নিকোলাস মাদুরোকে জিতিয়ে দেয়ার দায়ে ভেনেজুয়েলার ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার দুইদিন পরই ছয় বিদেশি নাগরিক গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র শব্দের ঘটনা ঘটল।

ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, আটক দুই স্প্যানিশ মাদ্রিদ নাশন্যাল ইনটেলিজেন্স সেন্টারের (সিএনআই) সঙ্গে যুক্ত ছিল। তবে স্পেনের স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, আটক দুজন গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত নয়।

SM/FI
আরও পড়ুন