ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দ্য মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্ট

১০ মিলিয়ন ডলারের চোরাই প্রত্নসম্পদ ফেরত পেল ভারত

এসব প্রত্নসম্পদের মধ্যে বেশ কিছু শিল্পকর্ম সম্প্রতি নিউ ইয়র্কের মেট্রোপলিটন জাদুঘরে  প্রদর্শিত হচ্ছিল। এর মধ্যে একটি পাথরের দেবীমূর্তি রয়েছে। এটি লন্ডনে পাচার করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অবৈধভাবে বিক্রি হয়ে নানা হাত ঘুরে এটি দান হিসেবে জাদুঘরে আসে।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

১০ মিলিয়ন ডলার মূল্যের ১ হাজার ৪০০টিরও বেশি চুরি হওয়া প্রত্নসম্পদ ভারতকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র।  ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিস জানিয়েছে, এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে চুরি করা শিল্পকর্ম ফিরিয়ে দেয়ার চলতি উদ্যোগের অংশ। প্রত্নসম্পদগুলো ভারতীয় কনস্যুলেটে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়।

নিউ ইয়র্কের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের বিশেষ এজেন্ট উইলিয়াম ওয়াকার বলেন,  ইতিহাসের অন্যতম চোরাচালানকৃত প্রত্নসম্পদ নিয়ে বহু বছর ধরে চলা একটি আন্তর্জাতিক তদন্তের সাফল্য হচ্ছে ভারতকে প্রত্নসম্পদগুলো ফিরিয়ে দেয়া।

জানা গেছে, এসব প্রত্নসম্পদের মধ্যে বেশ কিছু শিল্পকর্ম সম্প্রতি নিউ ইয়র্কের মেট্রোপলিটন জাদুঘরে  প্রদর্শিত হচ্ছিল। এর মধ্যে একটি পাথরের দেবীমূর্তি রয়েছে। এটি লন্ডনে পাচার করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অবৈধভাবে বিক্রি হয়ে নানা হাত ঘুরে এটি দান হিসেবে জাদুঘরে আসে।

ভারত যেসব চোরাই প্রত্নসম্পদ ফেরত পেল, সেগুলো আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের সাথে সম্পর্কিত। এসব সিন্ডিকেট পরিচালনা করেছিলেন কয়েকজন দণ্ডিত পাচারকারী। এদের মধ্যে ন্যান্সি উইনার ও সাবাস কাপুর অন্যতম।

সাবাস কাপুর নিউ ইয়র্ক গ্যালারি থেকে ১০ লাখ ডলারের চোরাচালান নেটওয়ার্ক চালানোর জন্য ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। ২০১১ সালে জার্মানিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতের তামিলনাড়ু রাজ্যে অভিযোগ আনা হয়। ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিস ২০১২ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তিনি এখনও ভারতে আটক আছেন, যুক্তরাষ্ট্র তার প্রত্যার্পণের জন্য অপেক্ষমান।

আরও পড়ুন