ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্পের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে কৃষিমন্ত্রী

ট্রাম্প বলেছেন, আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হতে যাওয়া ব্রুক আমেরিকান কৃষকদের রক্ষায় নেতৃত্ব দিবেন।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩১ এএম

কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনোনীত এ কৃষিমন্ত্রীর নাম মিত্র ব্রুক রোলিন্স।

শনিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হতে যাওয়া ব্রুক আমেরিকান কৃষকদের রক্ষায় নেতৃত্ব দিবেন।

ট্রাম্প তাকে দেশের একজন সত্যিকার দক্ষ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। ব্রুক রোলিন্স ট্রাম্পের শীর্ষ ঘনিষ্ঠদের অন্যতম একজন। তিনি ট্রাম্প পন্থী রাইট উইং থিংক ট্যাঙ্ক প্রেসিডেন্ট অব দ্য আমেরিকা ফাস্ট পোলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা। 

এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ব্রুক রোলিন্স আমেরিকান ইনোভেমন এন্ড অ্যাকটিং ডিরেক্টর অব দ্য ডমেস্ট্রিক পলিসি কাউন্সিলের পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি জাতীয়ভাবে গড়ে ওঠা কৃষি ক্লাব ফোরএইচ এর সঙ্গেও যুক্ত ছিলেন। ব্রুক রোলিন্স টেক্সাসের এ এন্ড এম বিশ্ববিশ্ববিদ্যালয় থেকে কৃষির ওপর বিএসসি ডিগ্রি অর্জন করেন।

MB/FI
আরও পড়ুন