যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক হেলিকপ্টার-যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় পটোম্যাক নদীতে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। খবর এবিসি নিউজ।
মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) বরাতে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানের রেকর্ডিং যন্ত্রগুলো (ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার) উদ্ধার হয়েছে, যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত। উদ্ধারের পর ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) ল্যাবে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএএসবি) এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এ ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে সংস্থাটি জানায়, রেকর্ডারগুলো বিশ্লেষণের জন্য এনটিএসবি ল্যাবে রয়েছে।
এর আগে এনটিএসবি চেয়ারম্যান জেনিফার হোমেন্ডি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার তদন্তে কোনো ছাড় দেয়া হবে না। আমরা এই ট্র্যাজেডির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব।
ওয়াশিংটন ডিসির মাঝ-আকাশে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে দুর্ঘটনা হওয়ায় বৈরি আবহাওয়ার কারণে অভিযান চালাতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।
বিমানটিতে ৬৪ জন ও হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। এই ৬৭ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের মরদেহ শিগগিরই উদ্ধার করা সম্ভব হবে বলে জানান ওয়াশিংটন ডিসির ফায়ার ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের প্রধান।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুর্ঘটনাটি প্রতিরোধযোগ্য ছিল। ট্রাম্প আরও বলেন, শিগগরিই যাত্রীদের নামের তালিকা এবং কোন কোন দেশের নাগরিক আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ছিলেন তা প্রকাশ করা হবে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এ অবতরণের সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি উড়োযানই পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার দুর্ঘটনায় কেউ বেঁচে নেই: উদ্ধারকারী দল
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ