যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন ‘কো-অপারেটিভ গ্রুপ’ এর সদস্যরা গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইসরায়েলি পণ্য বর্জনের পক্ষে ভোট দিয়েছেন। গ্রুপটির সদস্যদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন, যেখানে বোর্ডকে ‘নৈতিক সাহস ও নেতৃত্ব প্রদর্শনের’ আহ্বান জানিয়ে ইসরায়েলি পণ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এই অনানুষ্ঠানিক প্রস্তাবে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর রাশিয়ান পণ্য বয়কটের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়, যেভাবে রাশিয়ার বেলায় নৈতিক অবস্থান গ্রহণ করা হয়েছিল, সেভাবেই ইসরায়েলের বেলাতেও একই নীতিগত অবস্থান নিতে হবে।
যদিও এই ভোট বোর্ডকে আইনি বাধ্যবাধকতা তৈরি করে না, তবে বোর্ড জানিয়েছে যে তারা প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে ও চলমান সোর্সিং নীতিমালার পর্যালোচনার অংশ হিসেবে এটি মূল্যায়ন করবে। কো-অপারেটিভ বোর্ডের এক মুখপাত্র বলেন, আমরা আশা করি গ্রীষ্মের শেষে সোর্সিং নীতিমালা পর্যালোচনা সম্পন্ন হবে।
২০০৫ সাল থেকে ‘বয়কট, ডিভেস্টমেন্টস অ্যান্ড স্যাংশনস’ (বিডিএস) আন্দোলন বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক দিয়ে আসছে, যতক্ষণ না ইসরায়েল আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা পালন করে।
২০২৩ সালের শেষ দিকে হামাস-নেতৃত্বাধীন একটি হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে বিডিএস আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিশ্বব্যাপী বয়কটের আহ্বান জোরদার করে।
যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রত্যাখ্যান ভারতের
ইসরায়েলকে তিন দেশের কঠোর হুঁশিয়ারি