ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ১৫১

আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:৪২ পিএম

টানা ভারী বৃষ্টিপাতের কারণে নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের মোকওয়া শহরে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ।

শনিবার (৩১ মে) দেশটির নাইজার অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আওদু হুসেইনি জানান, শুক্রবার ভোরের দিকে হওয়া প্রবল বৃষ্টিতে অন্তত ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে তিনটি এলাকার বাড়িঘরের ছাদ পর্যন্ত তলিয়ে যায়, অনেকে কোমর পর্যন্ত পানির মধ্যে আটকে পড়েন।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে হুসেইনি বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগেই শিশু রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনো উদ্ধারকাজ চলছে।

মোকওয়ার বাসিন্দা যুবক হাসান আবদুল্লাহি জানান, এ পর্যন্ত তিনি তার পরিবারের নয় সদস্যকে হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন তার বৃদ্ধা মা এবং ৪ থেকে ৮ বছর বয়সী দুই ভাইপো ও দুই ভাগনি।

আবদুল্লাহি বলেন, শারীরিক ও মানসিকভাবে আমি চরমভাবে ভেঙে পড়েছি। যদি কোনোভাবে ওদের আবার ফিরিয়ে আনতে পারতাম… কিন্তু কোনো উপায় নেই। আমরা কিছুই রক্ষা করতে পারিনি। একটা জামা-কাপড় বা জুতো পর্যন্ত নেই। এমনকি ঘুমানোর জায়গাও নেই। আমরা চরম দুর্দশার মধ্যে আছি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, বৃহস্পতিবার রাতের দিকে যখন বাসিন্দারা ঘুমিয়েছিলেন, তখন বন্যার পানি কপেগে এলাকায় ঢুকে পড়ে। নাইজার রাজ্য সরকার একে ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক বিপর্যয়’ বলে উল্লেখ করেছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চল প্রায় প্রতি বছরই বর্ষাকালে ভয়াবহ বন্যার শিকার হয়। ২০২২ সালে দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল, যাতে মারা যায় ৬০০’র বেশি মানুষ। এসময় বাস্তুচ্যুত হন ১০ লাখেরও বেশি বাসিন্দা। গত বছরও টানা কয়েক সপ্তাহের বন্যায় ২০০ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮৬ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন।

Raj/AHA
আরও পড়ুন