ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:১৩ এএম

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন—কানাডা যদি পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে এই শুল্কহার আরও বাড়তে পারে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ প্রকাশিত একটি খোলা চিঠিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে এই সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে তিনি লেখেন, 'আমরা আমেরিকান শিল্প ও কর্মসংস্থানের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিচ্ছি। যদি কানাডা পাল্টা প্রতিক্রিয়া জানায়, তবে শুল্কহার ৩৫ শতাংশ থেকে আরও বাড়িয়ে দেওয়া হবে।'

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শুধু কানাডাই নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপরও কঠোর শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমরা আমাদের শুল্কনীতি পুনর্গঠন করছি। সবাইকে চিঠি দিতে হবে না। কিন্তু যারা আমেরিকার স্বার্থ উপেক্ষা করেছে, তাদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির আওতায় জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিল থেকেও পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ব্রাজিলের জন্য আলাদা করে ঘোষণা এসেছে—তাদের তামা রপ্তানির ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে।

বিশ্লেষকদের মতে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প তার আগের সময়কার ‘আমেরিকা ফার্স্ট’ বাণিজ্যনীতির ধারাবাহিকতায় আবারো বৈশ্বিক বাণিজ্যে কড়া অবস্থান নিচ্ছেন।

বাণিজ্যযুদ্ধের এই নতুন ধারা বিশ্ববাজারে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা করছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদরা।

RF/AHA
আরও পড়ুন