ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজা চার্লস

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ এএম

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে তিনি কী ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সেটা জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যতো দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন তিনি।

বিবৃতিতে আরও বলা, গত মাসে তিন রাত হাসপাতালে ছিলেন রাজা চার্লস। সেখানে তার প্রোস্টেটের চিকিৎসা হয়। চিকিৎসাকালে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে বৃটেনের রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের।

সূত্র : বিবিসি

MB/FI
আরও পড়ুন