বিদ্যুৎ বিভ্রাটের কারণে গভীর রাত পর্যন্ত লন্ডনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বিশৃঙ্খল হয়ে পড়েছে ফ্লাইট শিডিউল। বিমানবন্দরের কাছে একটি বিদ্যুতের সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এমন বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শুক্রবার (২১ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে (আগে যার নাম ছিল টুইটার) বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।’ এই সময়ে যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এমন অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে কর্তৃপক্ষ।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, তারা বিমানবন্দরের আশেপাশের এলাকায় আগুন নেভানোর জন্য ১০টি ইঞ্জিন এবং প্রায় ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছেন।
বিদ্যুৎ বিভ্রাটে ব্যস্ততম এই বিমানবন্দরটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। এ নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র আসন্তোষ দেখা দিয়েছে।
৭২ ঘণ্টায় ২০০ শিশুসহ ৫০৬ ফিলিস্তিনি নিহত