মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, মঙ্গলবারের (১০ জুন) এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে মঙ্গলবার সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, গ্রাজে স্কুলে বন্দুক হামলার পর প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।
পুলিশের মুখপাত্র ফ্রিটজ গ্রুন্ডনিগ ওআরএফ-কে জানিয়েছেন, গুলিতে ‘প্রাণহানি হতে পারে’ এবং সন্দেহভাজন সন্ত্রাসী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছে, একটি অভিযান চলছে এবং ড্রেইয়ার্সচুটজেনগাসেতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তারা এখনও হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি
তবে অস্ট্রিয়া প্রেস এজেন্সির তথ্যানুসারে, গ্রাজের মেয়র বলেছেন যে ওই স্কুলে নয়জন নিহত হয়েছে। মেয়র এলকে কাহর বলেন, নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী, সাত শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
ট্যাবলয়েড ক্রোনেন জেইতুং-এর মতে, হামলায় আটজন নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ড্রেইয়ার্সচুয়েটজেনগাসে স্ট্রিট নামে একটি রাস্তায় অভিযান চলছে, যেখানে স্কুলটি অবস্থিত। তবে নিরাপত্তার স্বার্থে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ স্টাইরিয়ার রাজধানী গ্রাজ। গ্রাজ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটির জনসংখ্যা প্রায় ৩ লাখ। সূত্র: রয়টার্স
