রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি (সামুদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস) আঘাত হেনেছে। এরপর জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আর এই সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুনামি সতর্কতার কারণে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, আমরা সব কর্মী ও স্টাফদের সরিয়ে নিয়েছি।
তিনি আরও বলেন, পারমাণবিক কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
রাশিয়ায় ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত
রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি