ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওএইচসিএইচআরের বিবৃতি

রাখাইনে ১২ রোহিঙ্গা নিহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলিতে কমপক্ষে ১২ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) এক বিবৃতিতে  এ তথ্য জানিয়েছে।

গত শুক্রবার রাজ্যের হপোন নিও লেইক গ্রামে গোলাগুলির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে গণহত্যা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মিয়ানমারে সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে একের পর এক বিপর্যয়ের মুখে পড়ে নির্বিচার হামলা চালাচ্ছে সামরিক বাহিনী।

বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘর্ষের জেরে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৫৪ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর গত বছরে সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি বেসামরিক মানুষ। সূত্র : আল জাজিরা

WA/FI
আরও পড়ুন