ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শনিবার (১ জুন) সকাল ৭টায় শুরু হয়েছে। সকালে কলকাতা উত্তর কেন্দ্রের বেলগাছিয়ার ভোট দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভোট দেওয়ার পর বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিরোধী দল তৃণমূলের কর্মী-সমর্থকরা মিঠুন চক্রবর্তীকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেয়। কলকাতা উত্তর কেন্দ্রের বেলগাছিয়ার দত্তবাগান ২২ নম্বর এলাকার এ ঘটনা ঘটে।
মিঠুন চক্রবর্তী ভোটকেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের জানালেন, দলের নির্দেশ মেনে ৩০ মে পর্যন্ত কাজ করেছেন। এ বার তিনি ফিরে যাবেন ছবির জগতে। রাজনীতি নিয়ে আর কথা বলবেন না। তিনি এ-ও জানিয়েছেন, এই গরমে ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তিনি।
গত বিধানসভা নির্বাচনে প্রতি জনসভাতেই মিঠুন বলতেন নিজের ছবির সংলাপ। তিনি বলতেন, মারব এখানে, লাশ পড়বে শ্মশানে। ফল ঘোষণার পরে সেই সংলাপ বলার জন্য মানিকতলা থানায় মিঠুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে তৃণমূল প্রভাবিত সংগঠন ‘সিটিজেন্স ফোরাম’। অভিযোগ ওঠে, মিঠুন ভোটের প্রচারে যে সব কথা বলেছেন, তাতে হিংসা ছড়ানোর ‘উস্কানি’ ছিল।
তিনি বলেছেন, তবু এবারও ডায়লগ বলব, একটু ঘুরিয়ে বলব। এরপর মিঠুন বলেন, আমি বেলেবোড়াও নই জলঢোড়াও নই, আমি এমন এক সাপ যে ঝোপে ঝোপে ইঁদুর খুঁজে বেড়ায়। সূত্র: আনন্দবাজার ও এই সময়
ভারতের লোকসভা নির্বাচন: শেষ ধাপের ভোটগ্রহণ চলছে