ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

থাইল্যান্ডে যমজ সন্তান জন্ম দিয়ে ইতিহাস গড়লেন মাদি হাতি

আপডেট : ১৪ জুন ২০২৪, ১১:৫৮ এএম

থাইল্যান্ডে উত্থায়া এলিফেন্ট পার্কে একটি এশিয়ান হাতি বিরল যমজ সন্তানের জন্ম দিয়ে নতুন ইতিহাসের গড়েছে। দেশটির রয়াল ক্রালের কর্মীরা এ ঘটনাকে অলৌকিক বলে মন্তব্য করেছেন। হাতি নিয়ে গবেষণা করা সংস্থা সেভ দ্যা এলিফেন্টের তথ্য বলছে, মাত্র ১ শতাংশ ক্ষেত্রে হাতিদের যমজ সন্তান জন্মের ঘটনা দেখা যায়। একসঙ্গে মাদা ও মাদি জন্ম দেওয়ার ঘটনা আরও বিরল।

গত শুক্রবার এই বিরল ঘটনা হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ৩৬ বছর বয়সের মাদি হাতি চামচুরিরে যমজ সন্তানের মা হতে চলেছে এটি সম্বন্ধে আগে থেকে পার্কটির কর্মীদের ধারণাই ছিল না। হাতিটি প্রথমে একটি মাদা শাবক জন্ম দিলে কর্মীরা মনে করে তাদের কাজ হয়ত শেষ। কিন্তু প্রথম হাতি শাবকটিকে পরিস্কার করার সময় তারা আবিষ্কার করে চামচুরি দ্বিতীয় একটি মাদি শাবকের জন্ম দেয়। তবে দ্বিতীয় শাবকের জন্ম দেওয়ার সময় হাতিটি আতঙ্কিত হয়ে যায়। এ সময় কর্মীরা তাকে শান্ত করার চেষ্টা করে যাতে তার পায়ের নিচে পড়ে আহত না হয়। অবশ্য এ প্রক্রিয়ায় একজন কর্মী আহত হয়।

হাতিটিকে শান্ত করার সময় পার্কটির কর্মী চারিন সোমওয়াঙ্গের পা ভেঙে যায়। তিনি বলেন, আমি এতই খুশি ছিলাম যে ব্যাথা টের পাইনি। হাসপাতালে আনার পর বুঝতে পারি যে আমি আহত হয়েছি।

HK/FI
আরও পড়ুন