ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে পি শর্মা

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০২:৫০ পিএম

চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন খড়গা প্রসাদ শর্মা অলি। সোমবার (১৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এর আগে রোববার (১৪ জুলাই) দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। ৭২ বছর বয়সী কেপি শর্মা দেশটির কমিউনিস্ট পার্টির প্রধান। এবার তার দল মধ্য-বামপন্থি নেপালি কংগ্রেস পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেছে।

প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলের কাছে শপথ গ্রহণের সময় তিনি বলেন, আমি, ‘কেপি শর্মা অলি দেশ ও জনগণের নামে অঙ্গীকার করছি যে আমি সংবিধানের প্রতি অনুগত থাকব... এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব পালন করব।’

তার পূর্বসূরি এবং প্রাক্তন জোট সরকারের মিত্র পুষ্প কমল দাহাল শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আস্থা ভোটে হেরে যান। ফলে দেশটির সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুসারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

নেপালী কংগ্রেসের ৮৮ জন, ইউএমএল-এর ৭৮ জনসহ ১৬৬ জন আইন প্রণেতার সমর্থনের পর প্রেসিডেন্ট পাউডেল অলিকে সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুসারে নিয়োগ দেন।

কে পি শর্মা অলি এর আগে ২০১৫ সালের ১১ অক্টোবর থেকে ২০১৬ সালের ৩ আগস্ট পর্যন্ত, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের মে মাস ও ২০২১ সালের মে মাস থেকে ১৩ জুলাই পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

HK/FI
আরও পড়ুন