শেখ হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হলো, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:১৯ এএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়। পালিয়ে তিনি ভারতে আশ্রয় নেন। তাকে ভারতে আশ্রয় দিয়ে তোপের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

রোববার (৩ নভেম্বর) গাড়োয়া বিধানসভা আসনের রাঙ্কায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, আমি জানতে চাই, বাংলাদেশের সাথে বিজেপির কোনো ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া আছে কিনা।

তিনি আরও বলেন, দয়া করে আমাদের বলুন- কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে প্রবেশ করার এবং আশ্রয় চাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই ভারতে প্রবেশ করে। তারা নিজেরাই এটা বলছে।

বিজেপির ইশতেহার প্রকাশের সময় অমিত শাহ ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগ করেন বলেন, আপনি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন। আপনি অনুপ্রবেশকারীদের আপনার ভোটব্যাংক বানিয়েছেন। আজ আমি ঝাড়খণ্ডের জনগণকে জানাতে চাই, তুষ্টির রাজনীতির অবসান ঘটিয়ে বিজেপি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবে এবং ঝাড়খণ্ডকে প্রথম থেকে পুনর্গঠন করবে।

এর আগে ৫ আগস্ট শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ায় তোপের মুখে পড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার বিষয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান (জেএমএম) তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গড়ওয়া বিধানসভা কেন্দ্রে এক জনসভায় বলেন, আমি জানতে চাই, বাংলাদেশের সঙ্গে বিজেপির তলে তলে কোনো চুক্তি আছে কি না। অনুগ্রহ করে আমাদের জানানো হোক, কীসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের মাটিতে আশ্রয় দেয়া হয়েছে। 

একইসঙ্গে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি। তার অভিযোগ, বাংলাদেশ সম্পর্কে ‘দ্বৈত’ ভূমিকা নিচ্ছে কেন্দ্র এবং বিজেপি নেতারা। মোদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার সময় সংবিধানের সামনে মাথা নত করেছিলেন। তিনি বলেছিলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে। সমাজের সব অংশ সমান অধিকার পাবে। আমি তাকে (মোদি) প্রশ্ন করতে চাই, আপনি কি বাংলাদেশের সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা করেছেন? আপনি কেন হাসিনার হেলিকপ্টার ভারতে নামতে দিলেন?

ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে অমিত শাহ বলেছিলেন, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকে পড়লেই আটকে দিতে পারে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের থেকে জমি কেড়ে নেবে এবং তাদের দেশ থেকে বিতারিত করার জন্য কঠোর আইন আনবে।  সূত্র: আনন্দবাজার ও হিন্দুস্থান টাইমস

MB/FI
আরও পড়ুন