ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কয়েক জেলায় কারফিউ জারি

বিক্ষোভে উত্তাল মণিপুর, ফিরে গেলেন অমিত শাহ

মেইতেই জাতিগোষ্ঠীর মণিপুরীরা মনে করছেন, ওই ছ’টি দেহ জিরিবাম থেকে অপহৃত তিন মহিলা এবং তিন শিশুর। তারা একই পরিবারের সদস্য ছিলেন।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম

৬টি মরদেহ উদ্ধারের পর থেকে মণিপুরের ইম্ফল বিক্ষুব্ধ। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোটপ্রচারের কর্মসূচি বাতিল করে রোববার দিল্লি ফিরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন।

শনিবার (১৬ নভেম্বর) ইম্ফলে তিন মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। এ পরিস্থিতিতে দিল্লি ফিরে গেলেন অমিত শাহ।  

শুক্র ও শনিবার (১৫ ও ১৫ নভেম্বর) মণিপুর থেকে ছ’টি মরদেহ উদ্ধার হয়েছে। মেইতেই জাতিগোষ্ঠীর মণিপুরীরা মনে করছেন, ওই ছ’টি দেহ জিরিবাম থেকে অপহৃত তিন মহিলা এবং তিন শিশুর। তারা একই পরিবারের সদস্য ছিলেন।

তাদের অভিযোগ, মণিপুরের কুকি জঙ্গিরা তাদের অপহরণ করে হত্যা করে। যদিও মণিপুর সরকারের পক্ষ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় জানানো হয়নি।

ওই মরদেহ উদ্ধারের পর থেকেই জিরিবাম জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মেইতেইরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিরিবাম, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিমে কারফিউ জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট।

আরও পড়ুন