ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইউক্রেনের হামলার মধ্যেই ভারত সফরে পুতিন!

রুশ ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনার ভেতরে পুতিনের এ সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। 

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১০:৫৪ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফরে যাচ্ছেন। তবে এ সফরসূচির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

রুশ ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনার ভেতরে পুতিনের এ সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

রাশিয়ার প্রশাসনিক সদর দপ্তর ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই পুতিনের ভারতের সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে।

ভারতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন। দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে এই সফরে।

চলতি বছরেই দু’বার রাশিয়া গিয়েছিলেন মোদী। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। তার পর অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতেও রাশিয়া যান ভারতের প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকেই পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মোদী। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই বিশ্বনেতার। তবে দু’বারই আলোচনায় উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ। আর এখন ভারত সফরে যাচ্ছেন বন্ধু দেশ রাশিয়ার প্রেসিডিন্ট।    

বিশ্লেষকরা বলছেন, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই যুক্তরাষ্ট্রসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো রাশিয়াকে কূটনৈতিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের উপর একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন অনুরোধ উপেক্ষা করেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। একই সঙ্গে, গত কয়েক মাসে একাধিক বার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মোদী।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো মিত্র রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনও সিদ্ধান্তে সায় দেয়নি ভারত। এমনই প্রেক্ষাপটে এ বার ভারতে যাচ্ছেন পুতিন।

আরও পড়ুন