মিসরের লোহিত সাগর উপকূলে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মিসরীয় কর্তৃপক্ষ বলছে, লোহিত সাগরে একটি পর্যটকবাহী নৌকাডুবে যাওয়ার পর বিদেশিসহ ১৬ জন নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে দুজন ব্রিটিশ বলে বিবিসি জানতে পেরেছে।
মিসরের রেড সি প্রদেশের গভর্নরের মতে, পর্যটকবাহী নৌকাটিতে ১৩ জন ক্রুসহ ৪৪ জন যাত্রী ছিলেন। সোমবার (২৫ নভেম্বর) ভোরের দিকে নৌকাটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়।
এদিকে কর্তৃপক্ষ এই ঘটনার সম্ভাব্য কোনো কারণ উল্লেখ করেনি, তবে নৌকায় থাকা যাত্রীরা জানান, একটি ঢেউ নৌকাটিকে আঘাত করে এবং এতে এটি ডুবে যায়।
লোহিত সাগর প্রদেশের গভর্নর মেজর জেনারেল আমর হানাফি বলেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের মার্সা আলমের দক্ষিণে ওয়াদি আল-গেমাল এলাকায় পাওয়া গেছে এবং তারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন।
তিনি আরও বলেছেন, মিসরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আল ফাতেহ এবং সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করার জন্য প্রচেষ্টা অব্যহত রয়েছে। এবং উদ্ধারকারী দলগুলো চব্বিশ ঘণ্টা কাজ করছে।
যদিও মিশরের আবহাওয়া কর্তৃপক্ষ আগেই লোহিত সাগরে ‘অশান্ত ও উঁচু ঢেউ’ সম্পর্কে সতর্ক করেছিল। সেই সঙ্গে রোববার ও সোমবারের জন্য সামুদ্রিক কার্যক্রম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।
