ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশের কাছে ১৩৫ কোটি টাকা বিদ্যুৎ বিল চাইল ত্রিপুরা

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন নাথ বলেন, যদিও ১৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে, তবে বাংলাদেশ নিয়মিত ভাবে বকেয়া দিয়ে যাচ্ছে।

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুৎ বিল চেয়েছে ত্রিপুরা সরকার। বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে বকেয়া রয়েছে ১৩৫ কোটি টাকা। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন‘র। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভারতের ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন’এর সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল। ‘বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড’এর মাধ্যমে এই চুক্তি হয়। প্রতি ইউনিটের জন্য একটি নির্দিষ্ট অর্থ ধার্য করেছিল ত্রিপুরা সরকার। সেই অর্থের বিনিময়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় তারা। কিন্তু ত্রিপুরা সরকার জানিয়েছে, বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ বকেয়া পড়েছে ১৩৫ কোটি টাকা।

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন নাথ বলেন, যদিও ১৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে, তবে বাংলাদেশ নিয়মিত ভাবে বকেয়া দিয়ে যাচ্ছে।

ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) বিদ্যুৎ সরবরাহ করে থাকে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডকে (বিপিডিবি)। কিন্তু বকেয়া ১০০ কোটি টাকা ছাড়ালেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল টিএসইসিএল।

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা করছি বকেয়া টাকা ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশ কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠিও লিখেছি, আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি। শুধু তা-ই নয়, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’

WA
আরও পড়ুন