ভারতের কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণ, ১৮ তাঁবুতে অগ্নিকাণ্ড

এ পর্যন্ত প্রায় ৭ কোটি ৭২ লাখ মানুষ পবিত্র স্নান সম্পন্ন করেছেন। শুধুমাত্র রোববারেই ৫০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন।

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ১৮টি তাঁবু পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর এনডিটিভি অনলাইন।

রোববার (১৯ জানুয়ারি) কুম্ভমেলায় ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন ধরে যাওয়ার তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় সংবাদমাধ্যমটি।

পুলিশ জানিয়েছে, মহাকুম্ভ মেলার ১৯তম সেকশনে দুইটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাঁবুগুলোর পাশেই থাকা ফায়ার ট্রাক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশের তাঁবু থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

মহাকুম্ভ মেলার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনের প্রস্তুতির কারণেই দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ভাস্কর মিশ্র বলেন, ‘দমকলকর্মীরা দ্রুত কাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।’

মহাকুম্ভ মেলার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে এক পোস্টে বলা হয়েছে, ‘এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। আমরা মা গঙ্গার কাছে সবার নিরাপত্তা কামনা করছি।’

গত ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে ৪৫ দিন। এ পর্যন্ত প্রায় ৭ কোটি ৭২ লাখ মানুষ পবিত্র স্নান সম্পন্ন করেছেন। শুধুমাত্র রোববারেই ৫০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন।

Fj
আরও পড়ুন