ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত ‘রোবট কুকুর’। ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সড়কে দেখা গেছে তাদের। খবর আজকাল ডট ইন’র।
ভারতীয় সেনাবাহিনীর এই রোবট কুকুরের পোশাকি নাম হল 'মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট', সংক্ষেপে যাকে বলে 'মিউল'। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই রোবট সারমেয়। রিমোট কন্ট্রোলের মাধ্যেমে এগুলিকে নিয়ন্ত্রিণ করা হয়। আবার এরা নিজের সিদ্ধান্তেও কাজ করতে পারে। ছুটতে-ও সক্ষম এগুলি।
বোমা নিষ্ক্রিয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই মূলত এই 'রোবট কুকুর' মিউল-কে ব্যবহার করে সেনা। ভিন্ন আবহাওয়ায় ব্যবহৃত 'রোবট কুকুর' খাড়া পাহাড় বা সিঁড়ি বেয়ে উঠতে পারে এবং বাধা অতিক্রম করতে পারদর্শী।
ভারতীয় সেনাবাহিনীর মতে, এটি বিভিন্ন অভিযানের জন্য তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশের নিরাপত্তা, সম্পদ সুরক্ষা এবং রাসায়নিক-জৈবিক-পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি। এগুলি বিস্ফোরক সনাক্তকরণ এবং নিষ্পত্তি, গোয়েন্দা তথ্য এবং নজরদারির জন্যও ব্যবহার করা যেতে পারে।
'রোবট কুকুর'গুলি ১৫ কেজি ওজনের পেলোড বহন করতে পারে এবং -৪০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় পরিচালিত হওয়ার উপযুক্ত। ভারতীয় সেনাবাহিনী এখন পর্যন্ত বিভিন্ন ইউনিটে ১০০টি 'রোবটিক কুকুর'কে অন্তর্ভুক্ত করেছে।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রোববার (২৬ জানুয়ারি) সকালে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় নায়েব সুবেদার রজনীশের নেতৃত্বে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিল।
এছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করে। এই কুচকাওয়াজেই প্রদর্শিত হয়েছে সেনার 'রোবট কুকুর মিউল'।
