চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানে অবস্থানরত বিদেশিদের অপহরণের ছক কষছে আইএস জঙ্গিরা! এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ।
পাকিস্তানের গোয়েন্দা দপ্তর সূত্র জানায়, পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণ করে মুক্তিপণ হিসেবে বিরাট অঙ্কের অর্থ পেতেই অপহরণের ছক কষছে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স অর্থাৎ ISKP সদস্যরা। অপহরণের জন্য সন্ত্রাসী গোষ্ঠীটি বিশেষভাবে চীনা এবং আরব নাগরিকদের টার্গেট করেছে। অপহরণের পর বিদেশিদের আটকে রাখতে বিশেষ ‘সেফ হোমে’র ব্যবস্থাও করেছে জঙ্গিরা। মূলত শহরতলি এলাকায় থাকছে সেফ হোম, যেখানে সিসিটিভি বা অন্য কোনওভাবে নজরদারি নেই। মোটরবাইক বা সাইকেল ছাড়া সেখানে যাওয়ার উপায়ও নেই।
দেশটির গোয়েন্দা সূত্র আরও জানায়, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বিদেশিদের অপহরণ করে রাতের অন্ধকারেই তাদের সেফ হোমগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেই আটকে রাখা হবে বিদেশিদের। বিদেশিদের সরিয়ে নিয়ে যাবে জঙ্গিরা।
এদিকে এমন খবরে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পাক গোয়েন্দা বিভাগ। জঙ্গিরা কোথায় অপারেশন চালাতে পারে, এমন জায়গায় নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা। পাকিস্তান যখন বড় আন্তর্জাতিক ইভেন্টগুলি সুরক্ষিত করার দক্ষতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মুখোমুখি হচ্ছে, তখন এই সতর্কতা জারি করা হল।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হওয়া আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে দেশটিতে বেড়েছে বিদেশি অতিথিদের ভিড়। ৭টি ক্রিকেট দল ছাড়াও বহু ক্রিকেটপ্রেমী, বিদেশি কর্মকর্তা গিয়েছেন পাকিস্তানে। সূত্র : ইন্ডিয়া টুডে
শান্তি চুক্তি অবশ্যই নিরাপত্তা গ্যারান্টিসহ হতে হবে : ম্যাক্রোঁ
গাজায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপে মিলল আরও ৫ মরদেহ