ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে ট্রেন অপহরণ বেলুচ বিদ্রোহীদের, জিম্মি শতাধিক যাত্রী

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামের ওই জঙ্গিগোষ্ঠীও দাবি করেছে, শতাধিক ট্রেন যাত্রী তাদের হাতে জিম্মি রয়েছেন।

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৬:৩৩ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে মঙ্গলবার (১১ মার্চ) দখল করেছে বালুচ বিদ্রোহীরা।

পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানাচ্ছে, পাক রেল দপ্তরের আধিকারিক মোহম্মদ কাশিফ জানিয়েছেন, ৯টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন। তাদের মধ্যে শতাধিক যাত্রীকে জঙ্গিগোষ্ঠী জিম্মি করেছেন।

ঘটনার জেরে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারির পাশাপাশি বিভিন্ন পয়েন্টে সেনা মোতায়েন করেছে বেলুচ প্রাদেশিক সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনের নিরাপত্তার দায়িত্ব থাকা ৬ জন সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন।

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামের ওই জঙ্গিগোষ্ঠীও দাবি করেছে, শতাধিক ট্রেন যাত্রী তাদের হাতে জিম্মি রয়েছেন।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহীদ রিন্দ বলেছেন, ‘পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি যাত্রিবাহী ট্রেনটি অপহরণ করা হয়।’

এলোপাথাড়ি গুলি ছুড়তে ছু়ড়তে সশস্ত্র বালুচ বিদ্রোহীরা ট্রেনের দখল নেয় বলে তার অভিযোগ।

তিনি জানান, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পাহাড় ঘেরা রেলপথের আট নম্বর টানেলের ভিতরে অপহৃত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে বেলুচিস্তান প্রাদেশিক সরকার। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনা বাহিনী।

আরও পড়ুন