ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবারও ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম

ভয়াবহ ভূমিকম্পের আঘাত এখনও সামলে উঠতে পারেনি মিয়ানমার। এর মধ্যেই আবারও ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটি। শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে।

ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ খবর জানা গেছে।

খবরে জানা গেছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎপত্তিস্থল। প্রথম ধাক্কার পরে একাধিক আফটার শক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এনসিএসের বার্তায়।

এর আগে, গত ২৮ মার্চ মিয়ানমারে শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৪।

ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ড, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও। বিশেষজ্ঞদের মতে, ২৮ মার্চের ভূমিকম্প দু’টি ছিল গত এক শতাব্দির মধ্যে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মিয়ানমারের রাজধানী নেইপিদোর ৬টি এবং দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের ৬টি এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে ভারতীয় উদ্ধারবাহিনী। সূত্র : এনডিটিভি অনলাইন

SN/AHA
আরও পড়ুন