পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার পর এবার বাংলাদেশেও পানিপ্রবাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এমপি নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপির এই এমপি বাংলাদেশকে ‘সাপ’ হিসেবে উল্লেখ করে কটূক্তি করেছেন। খবর: ইন্ডিয়া টুডে
তিনি ১৯৯৬ সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে এই দাবি করেন।
দুবে বলেন, ‘গঙ্গার পানি চুক্তি ভুল ছিল এবং এটি স্বাক্ষর করে ১৯৯৬ সালে কংগ্রেস সরকার একটি ভুল করেছিল।’ তিনি প্রশ্ন তোলেন, যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাদের সঙ্গে আর কত দিন পানি ভাগাভাগি করা হবে? তিনি আরও বলেন, ‘আর কত দিন সাপকে পানি দেব? সময় এসেছে এদের গুঁড়িয়ে দেওয়ার।’
ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুবে। সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে এই এলাকাগুলো সুরক্ষিত করার ওপর জোর দেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, ‘সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধ করতে ভারত ও বাংলাদেশ দুই দেশের সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন।’
নিশিকান্ত দুবে আরও বলেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বারবার বলেছেন, আমাদের বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত তাদের পানি দেওয়া বন্ধ করা উচিত।’
