রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম

উত্তর চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে রিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওয়াংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক বলে’ মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর পেছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে।

সিনহুয়া এবং সিসিটিভি জানিয়েছে, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক বলে’ মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে যে দুই বা তিন তলা ভবনের জানালা এবং দরজা থেকে বিশাল আগুনের শিখা বের হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসে চিনে এটা দ্বিতীয় বড় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ৯ তারিখে আগুন লাগে চিনের হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে। ওই ঘটনায় মৃত্যু হয় ২০ জনের।

AHA
আরও পড়ুন