ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অপারেশন সিঁদুরে শতাধিক সন্ত্রাসী নিহত: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৮ মে ২০২৫, ০৫:৩৭ পিএম

ভারতের অপারেশন সিঁদুরে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত আজাদ কাশ্মীরে অভিযানের বিষয়ে ব্রিফ করার সময় বৃহস্পতিবার (৮ মে) দুপুরে এ কথা বলেছেন তিনি। 

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, অপারেশন সিঁদুর একটি চলমান অভিযান। যার অর্থ হচ্ছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের যেকোনো সহিংসতার জবাব দিতে প্রস্তুত। ভারত সরকার আপাতত কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে চায় না বলেও জানিয়েছেন রাজনাথ। তবে প্রত্যাঘাত আসলে তার কঠিন জবাব দেয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে খবর রয়েছে সামরিক পদক্ষেপের কথা ভাবছে পাকিস্তান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।  এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

সূত্র: এনডিটিভি 

AA
আরও পড়ুন