বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠেছে ভারত। এবার উত্তরাখণ্ডে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।
উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার পথে একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন। আরিয়ান এভিয়েশন হেলিকপ্টারটি পরিচালনা করত। নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন। উড্ডয়নের পর ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝে বিধ্বস্ত হয়।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, এই ঘটনা ভোর ৫টা ২০ মিনিটে ঘটে। হেলিকপ্টারে সাতজন ছিলেন- ছয়জন তীর্থযাত্রী (পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু) এবং একজন পাইলট। তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট থেকে এসেছিলেন। প্রযুক্তিগত সমস্যা এবং আবহাওয়া দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা নিখোঁজ হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে দেখতে পান এবং দুর্ঘটনার খবর কর্তৃপক্ষকে দেন। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) কয়েকটি দল দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স (পূর্বে টুইটার)-এ এই মর্মান্তিক খবরটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার বিধ্বস্তের অত্যন্ত মর্মান্তিক খবর পাওয়া গেছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দলগুলো ত্রাণ ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। সূত্র: এনডিটিভি
