ইরান-ইসরায়েল সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এমন প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতার মধ্যে এ ফোনালাপ প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছে এনডিটিভি।
নরেন্দ্র মোদি এবার ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছেন। রোববার (২২ জুন) সামাজিকমাধ্যম ‘এক্স’ পোস্টে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মোদি।
ওই পোস্টে তিনি লিখেন, ‘ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছি। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা। জোর দিয়ে বলেছি যে, উত্তেজনা কমানো, সংলাপ ও কূটনীতি হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার সঠিক পথ। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছি।’
এর আগে, শনিবার (২১ জুন) রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প।
ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য।
পুতিনের সঙ্গে বৈঠকে মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী