টুইটার কিলার তাকাহিরো শিরাইশিকে ৯ জনকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে জাপান। ওই ব্যক্তি ‘টুইটার কিলার’ নামে পরিচিত। বিবিসির খবর।
তিনি অনলাইনে আত্মহত্যা-প্রত্যাশী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন এবং তাদের নিজেদের বাড়িতে ডেকে এনে হত্যা করতেন। এই নৃশংস ঘটনার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিবিসি জানিয়েছে, শিরাইশি এই হত্যাকাণ্ডগুলো ‘টুইটার’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঘটিয়েছেন।
তিনি আত্মহত্যা করার ইচ্ছুক ব্যক্তিদের খুঁজে বের করতেন এবং তাদের বাড়িতে ডেকে এনে হত্যা করতেন। এই নৃশংস কাজের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মামলার রায় শোনার জন্য অনেক লোক আদালতে ভিড় করেন।
টুইটার থেকেই তাকাহিরোর নাম-পরিচয় উদ্ধার করে গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তারা। ২০১৭ সালে পুলিশ তার বাড়ি গিয়ে সেখান থেকে ৯টি ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে। কুলার ও টুলবক্সের ভেতরে ছিল ২৪০টি হাড়।
ইরানকে ফাঁসানোর ইসরায়েলি চক্রান্ত ফাঁস