ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৃষ্টি-বন্যায় পাকিস্তান বিপর্যস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৪৫

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৮:২৬ পিএম

পাকিস্তানে গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি ও বন্যায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে।রোববার (২৯ জুন) দেশটির বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সীমান্তের পাশের এলাকা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। সেখানে আকস্মিক বন্যা ১৪ জনকে ভাসিয়ে নিয়ে গেছে।

এ ছাড়া দেশটির পাঞ্জাবে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দেওয়াল ধসে ৮ শিশু মারা গেছে। সিন্ধু ও বালোচিস্তানে মারা গেছেন ১১ জন।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি থাকতে পারে। রোববারের ২৪ ঘণ্টায় পাঞ্জাবের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত রেকড করা হয়েছে। এর মধ্যে লাহোর বিমানবন্দর ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

এর আগে, গত মাসে প্রবল ঝড়বৃষ্টির ফলে পাকিস্তানে ৩২ জনের প্রাণহানি ঘটেছিল। 

MMS/FJ
আরও পড়ুন