ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চীন সর্বদা বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হতে চায়

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:১০ পিএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, দেশটি সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী এবং অংশীদার হতে চায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি।

ওয়াং ই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোরও সদস্য। বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন এবং তার জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অন্বেষণে চীনা সমর্থনের কথাও ব্যক্ত করেন তিনি। 

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ বছর বাংলাদেশের ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী, যা অতীত ও ভবিষ্যতের সংযোগ স্থাপনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
 
বাংলাদেশসহ এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে মিলে চীন এশিয়ার উন্নয়নে আগ্রহী বলেও জানান ওয়াং ই।
 
সূত্র: সিজিটিএন

Raj
আরও পড়ুন