কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাগুলির খবর প্রচার করেছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যম। সীমান্তে গুলি ছুড়ে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে। এ খবর অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। এলওসির মাধ্যমে কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করা হয়েছে। অসমর্থিত খবর প্রচার থেকে বিরত থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।
এ বিবৃতির আগে হিন্দুস্তান টাইমস, পিটিআইসহ ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে কর্মকর্তাদের বরাতে বলা হয়, ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি সেক্টরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী।
ভারতের জম্মু-কাশ্মীরে আন্তঃসীমান্ত সন্ত্রাস ফিরিয়ে আনার দায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। রাজ্যের দক্ষ কর্মকর্তাদের জায়গায় বহিরাগত কর্তাদের হাতে প্রশাসনের ভার সম্পূর্ণভাবে তুলে দেওয়াই সন্ত্রাসবাদের ফিরে আসার কারণ। দ্য ফোরাম ফর হিউম্যান রাইটস ইন জম্মু অ্যান্ড কাশ্মীরের (এফএইচআরজেকে) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
