ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র: জয়শঙ্কর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র বলে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে অভিযোগ এনেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তৃতা কালে তিনি এ অভিযোগ আনেন।

জয়শঙ্কর বলেন, ‘বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কাজ করে, যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এ ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।’

তিনি আরও বলেন, ভারত স্বাধীনতা লাভের পর থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। গত কয়েক দশকে ভারতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা ছিল। ভারত তার নাগরিকদের রক্ষায় আত্মরক্ষা করেছে এবং যারা হামলা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করেছে।

‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। সন্ত্রাসী হামলায় জড়িতদের আমরা বিচারের আওতায় এনেছি।’

সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ ও সন্ত্রাসী কার্যকলাপের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের অর্থায়নকে শ্বাসরোধ করতে হবে। সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে। যারা এসবকে প্রশ্রয় দেয়, তারাই একদিন এর প্রতিক্রিয়া ভোগ করে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন ও সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে জয়শঙ্করের এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

সূত্র: এনডিটিভি

DR/AHA
আরও পড়ুন