ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে সেনা কনভয়ে জঙ্গি হামলা, ১১ সেনা সদস্য নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক কনভয়ে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন আধাসামরিক বাহিনীর সৈনিক ও দুইজন কর্মকর্তা রয়েছেন।  

বুধবার (৮ অক্টোবর) সকালে সংঘটিত এ হামলার ঘটনা ঘটে। 

রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণের পর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাকিস্তানের পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা অভিযান চালায়।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অরাকজাই সংলগ্ন জেলায় পরিচালিত অভিযানে ১৯ জন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এই অভিযানের সময়ই প্রাণ হারান বলে জানানো হয়েছে।

জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, তাদের যোদ্ধারাই কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে।

ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইসলামাবাদের দাবি, জঙ্গিরা আফগানিস্তানের ভেতরে প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকেই পাকিস্তানে হামলার পরিকল্পনা করে। তবে আফগান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। খবর রয়টার্স’র।

FJ
আরও পড়ুন