বন্যার মধ্যেও সিলেটে এইচএসসি পরীক্ষা কাল

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১০:১৫ পিএম

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির তেমন কোন উন্নতি না হলেও আগামীকাল মঙ্গলবার (৯ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। বন্যার পানিতে এখনও তলিয়ে রয়েছে রাস্তা-ঘাট, ঘর-বাড়ি। তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থায় পানি ডিঙ্গিয়ে পরীক্ষায় হলে পৌঁছানো নিয়ে শঙ্কা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।

খোঁজ নিয়ে জানা যায়, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কানাইঘাটসহ বেশ কিছু উপজেলা এখনও পানি তলিয়ে রয়েছে। রাস্তা-ঘাট, বাড়ির আঙ্গিনায় হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত। এ অবস্থায় অনেক শিক্ষার্থীদের পানি ডিঙ্গিয়ে নৌকা করে পরীক্ষার হলে আসতে হবে । তাছাড়া বন্যায় কিছু পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। অনেক শিক্ষার্থীকে দূর দুরন্ত থেকে পানির মধ্যেও পরীক্ষা দিতে আসতে হবে, এরমধ্যে কেন্দ্র পরিবর্তন হয়েছে সে তথ্য অনেকে জানেন না, ফলে অনেক শিক্ষার্থী ভুল কেন্দ্রে চলে যাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

মালিককোনা এলাকায় রহিম মিয়ার বাড়ি থেকে বেশ দূরে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র। রহিমা জানান, বাড়ির আশপাশসহ রাস্তা-ঘাট পানিতে এখনও তলিয়ে আছে। তাই নৌকা নিয়ে কেন্দ্রে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।

জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন বলেন, আমাদের পরীক্ষার কেন্দ্র ছিল হাফজা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, সে কেন্দ্রের চারপাশে পানি থাকার কারণে সেখানে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তাই সবার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কলেজে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের কলেজ থেকে ৪০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। তাছাড়া অন্যান্য কলেজের মিলিয়ে ১ হাজার ৪৬৫ শিক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র পরিবর্তনের বিষয়টি আমরা শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যেমে জানানোর চেষ্টা করছি।

ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান বলেন, আমাদের কলেজের শিক্ষার্থীরা কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে সে শিক্ষা প্রতিষ্ঠানটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার কারণে সবার সর্ব সম্মতিক্রমে পরীক্ষা আমাদের নিজ কলেজে অনুষ্ঠিত হবে। আমাদের ৪২৪ জন শিক্ষার্থীসহ মোট ৭৩২ জন শিক্ষার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার কেন্দ্র পরিবর্তন হওয়ার কারণে আমরা মাইকিং করা। তাছাড়া সবার মাধ্যমে খবরটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

শিক্ষা বোর্ড-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের চার জেলা। পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩ হাজার ১২৮ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৩ হাজার ৭৯৩ জন ছাত্র ও ৪৯ হাজার ৩৩৫ জন ছাত্রী। এরমধ্যে সিলেটে ৩৫ হাজার ৮৪৯ পরীক্ষার্থী রয়েছেন। এরমধ্যে ১৫ হাজার ১৩৯ জন ছাত্র ও ২০ হাজার ৭১০ জন ছাত্রী। বোর্ডের অধীনে চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, অন্য কোন ধরনের সমস্যা না থাকলে মঙ্গলবার (৯ জুলাই) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কোন কেন্দ্রে পানি নেই। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে, যথারীতি মঙ্গলবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

AS