হামলাকারীদের আজকের মধ্যে গ্রেপ্তারের দাবি নাহিদের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের আজকের মধ্যে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। 

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠকে তিনি এ দাবি জানান। বলেন, হাদির উপর হামলার পরিকল্পনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে। এসময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ এ হামলা করতে পারতোনা। সুতরাং ভারতের দূতাবাসকে ডেকে এর প্রতিবাদ জানানোর দাবি জানান।

AHA