জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৯:৫৫ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষার ফল http://recentresult.nu.ac.bd/ অথবা http://result.nu.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান।  

সারা দেশের ১৮০টি কলেজের ১ লাখ ৯৫ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪৯ জন। পাশের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ।