বলিউডের বড় সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মন্নত’-এর সংস্কার কাজ শুরু করেছেন। মন্নতের অ্যানেক্স বিল্ডিংয়ের আরও ২টি নতুন তলা বাড়ানো হচ্ছে। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত মন্নত বাংলো সংস্কারের সময় উপকূলীয় অঞ্চলের নিয়ম মানা হয়নি বলে সম্প্রতি অভিযোগ উঠেছে শাহরুখ খানের বিরুদ্ধে। যার জেরে শুক্রবার (২১ জুন) ভারতের বন অধিদপ্তর ও মুম্বাই পৌরসভার কর্মীরা যৌথভাবে মন্নত পরিদর্শনে যান।
তবে শাহরুখ খানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তার ম্যানেজারের ভাষ্য, বর্তমানে কোনো নিয়ম ভাঙা হয়নি। যাবতীয় সংস্কার কাজ অনুমোদিত নির্দেশিকা মেনেই করা হচ্ছে। অন্যদিকে, বিএমসি’র একজন কর্মকর্তা জানান, তারা সরাসরি কোনো তদন্ত চালায়নি। বরং বনবিভাগের অনুরোধে একটি সহায়ক দল হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা।
মুম্বাইয়ের পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মন্নত নির্মাণে কোস্টাল রেগুলেশন জোন-এর নিয়ম মানা হয়নি। অভিযোগকারীদের দাবি, অ্যানেক্স বিল্ডিং আরব সাগরের উপকূলের খুব কাছে তৈরি করা হয়েছে, যা উপকূলীয় বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকারক। এ ছাড়াও বাড়িটি সংস্কারের ক্ষেত্রেও মানা হচ্ছে না নিয়ম, এমনটাই অভিযোগ।
আইপিএস অফিসার ওয়াই পি সিং বলেন, ‘হেরিটেজ নিয়ম ভেঙেছেন কিং খান। কারণ মন্নত আটতলা করার কোনো অনুমতি ছিল না। পরিবর্তে ১২টি বিলাসবহুল ফ্ল্যাট তৈরির কথা ছিল। সেই নিয়মও নাকি মানা হয়নি। মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষের সায় না থাকলে এই কাজ করা সম্ভব নয়।
সেই অভিযোগ খতিয়ে দেখতেই শুক্রবার মুম্বাই পুরসভা এবং বন দপ্তরের কর্মকর্তারা মন্নতে যান। বন দপ্তরের এক কর্মকর্তা বলেন, বাড়ি সংস্কারের ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তদন্তের রিপোর্টও জমা দেওয়া হবে মুম্বাই পুরসভাতে। কর্মকর্তারা এখন কী রিপোর্ট জমা দেন, সেটাই এখন দেখার।
