শনিবারের কবিতা

আপডেট : ৩১ মে ২০২৫, ১১:৪৮ এএম

 

দূরগামী চোখের আলাপ ।। ফরিদ ভূঁইয়া

দূরগামী দুই চোখ এক হলে
একমনে কথা কও সমূহ-আলাপে
আমিও তাড়িত হই
আলাপে অদৃশ্য ক্রিয়া- অসমাপিকা ও সমাপিকা…

দূরদেখা সেই চোখ ঘোরলাগা বিপুলে বর্ণিল
ইতস্তত মরমের মধ্যমণি
সৌম সমর্পণে ঠিক-বেঠিকের…
বাক ও ভাবের ভঙ্গি মাদকতা যত
পরাণে পরমা মাতো অবিরল সুনিপুণ!


অঙ্গীকার ।। রবু শেঠ
আসমান থেকে তো আসিনি
আফ্রিকা, লাতিন আমেরিকা।
জন্মের গ্রাম এশিয়ার বজরা

আঙুলের মতো উঁচু-নিচু স্বরে
যতোই বোঝাও বেটা
জিন-অরিজিন কথা,
এই মহাদেশ বাপ-দাদার
চৌদ্দ পুরুষের শুধু তোর না

এই এশিয়া আমারও মা।

কোদালে লাঙলে রক্ত-ঘামে
পিতা-প্রপিতা
ঘুমিয়ে আছেন এইখানে।

এশিয়া ছেড়ে আমি কোত্থাও যাবো না।

অগ্রযাত্রা ।। খাদিজা ইভ
অপেক্ষার প্রজন্মে ভর দিয়ে চলছে উন্নয়ন কর্মকাণ্ড,
অথচ রাশি রাশি পাখি ডানার অভাবে উড়াল ভুলে গেছে,
আগন্তুক এসে কৌশলে কেটে নিয়েছে ডানা,
খেয়ালি পাখি হারায় তাদের নিজস্বতা,
কতিপয় উচ্ছ্বাস উঁকি দেয় বেদনার নীল গর্তে,
যদিও পেঁচাটা তখনো খেয়ালের ভুলে ডেকেই যাচ্ছিল।

মন্ত্রপুরের সাধন তখন অট্টহাসিতে বিমুখ আর
বহু বছরের আরাধনা আজ সার্থক।

পাখির বাসা আজ বিলীন,
হারানোর শোক প্রকাশ করার জল নেই নদীতে।
আর পাখির কঙ্কাল তখনো ঝুলছে প্ল্যাকার্ড কিংবা ব্যানারে।

অথচ সুবোধেরা আজ পালিয়ে গেছে।
রয়ে গেছে স্মৃতিশাস্ত্র।


পালতোলা জীবন ।। টুটুল রহমান
তোর হাতে দুর্দান্ত দুপুরটিকে 
আজো বন্দি দেখে চমকিত হই
আবারও গভীর মনোযোগে কান পাতলেই 
শোনা যায় দোয়েলের শিস

প্রেম কি মারাত্মক জাদু তাই না রে?
শেষমেষ কিছুই পাওয়া গেলো না
অথচ কি সমৃদ্ধ এক জীবন দিলো 
পালতোলা নৌকার মতো ভেসে গেলাম...