মামলা বাণিজ্যে জড়িতদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

আপডেট : ১০ জুন ২০২৫, ০১:০৯ পিএম

মামলা বাণিজ্যে জড়িত পুলিশ সদস্য কিংবা অন্য যেকোনো ব্যক্তিকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন,বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যদি এটিকে নিয়ন্ত্রণে আনা যেতো, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেতো।

মঙ্গলবার (১০ জুন) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্নীতি ও মামলা বাণিজ্যের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে প্রায় ৮৪ জন পুলিশ সদস্যকে বিভিন্নভাবে সংযুক্ত রাখা হয়েছে এবং ৩০ থেকে ৪০ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রয়োজনে আরও ৩০-৪০ জনকে বরখাস্ত করতেও আমরা দ্বিধা করবো না, যদি প্রমাণ পাই যে তারা দুর্নীতিতে জড়িত।

পুলিশি সেবা সহজলভ্য ও স্বচ্ছ করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অভিযোগ আছে, থানায় গিয়ে জিডি কিংবা মামলা করতে গেলে মানুষ নানা বিড়ম্বনায় পড়ে। এজন্য থানায় গিয়ে কাগজপত্র নিয়ে ঘুরতে হবে না, অনলাইনেই এখন থেকে এসব সেবা পাওয়া যাবে।

তিনি জানান, মামলাগুলোকে অনলাইনভিত্তিক করা হচ্ছে, যাতে দ্রুত সময়ে আইনি সেবা নিশ্চিত করা যায়। এছাড়া, রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য স্বচ্ছ কাচের ঘর তৈরি করা হচ্ছে, যাতে বাইরে থেকে দেখা যায়- আসামির সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হচ্ছে কি না।

সাবেক এক রাষ্ট্রপতির দেশত্যাগে পুলিশের সংশ্লিষ্টতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় ইতোমধ্যে তিনজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি তারা দোষী প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর নির্দোষ প্রমাণিত হলে তারা মুক্তি পাবে।

গাছা থানার পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অনেক থানার নিজস্ব ভবন নেই। ফলে অনেক জায়গায় ভাড়া করা ভবনে পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি গাছা থানায় পুলিশ সদস্যদের আবাসন ও খাদ্য ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে আসেন বলে জানান।

থানা পরিদর্শনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন’সহ মেট্রোপলিটনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

SN