উন্নত চিকিৎসার জন্য জুলাই আন্দোলনে চোখ ক্ষতিগ্রস্ত সাতজনকে তুরস্কে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে একটি ফ্লাইটে তারা তুরস্কে উদ্দেশে রওনা দেন।
তারা হলেন কুরবান হোসেন, রানা হোসাইন, রুহান মাহমুদ রিশাদ, দিলাওয়ার হোসাইন, কুরবান শেখ, সৈয়দ আবিরুল ইসলাম, মেহেদী হাসান মেন্টু।
দেশ ছাড়ার আগে ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন আহতদের একজন সৈয়দ আবিরুল ইসলাম। সেখানে তিনি লেখেন, অবশেষে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ হলো। যদিও গুলি খাওয়ার ৯ মাস পর চিকিৎসা শুরু করে কী ফল মিলবে, তা জানি না। হয়তো ক্ষতি যা হবার তা হয়েই গেছে। তবুও এক বুক আশা আর আল্লাহর ওপর ভরসা নিয়ে রওয়ানা হচ্ছি।
আবিরুল ইসলাম লেখেন, গত কদিন খুব ব্যস্ততায় কেটেছে, সবার সঙ্গে যোগাযোগ করা হয়নি, দয়া করে ক্ষমা করবেন। দোয়া করবেন যেন আমার চোখের দৃষ্টি কিছুটা হলেও ফিরে আসে। যেন আবার এই সুন্দর পৃথিবীটাকে মন ভরে দেখতে পারি।
পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিনি লেখেন, যাদের সহযোগিতায় চিকিৎসার এই সুযোগ মিলেছে। যারা অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
