পাকিস্তানের রাওয়ালপিন্ডির গারারি ব্রিজের কাছে বাঁক নেয়ার সময় যাত্রীবাহী একটি গাড়ি ঝিলাম নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) হাজেরা থেকে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। ঘটনার পর চারটি মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) পুনরায় শুরু হওয়া অভিযানে আরও ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জেলা জরুরি কর্মকর্তা সিগবাতুল্লাহ। তার দেয়া তথ্য অনুযায়ী, তিনজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।
রাওয়ালপিন্ডির কমিশনার ইঞ্জিনিয়ার আমির খাট্টাক স্বাস্থ্য, রেসকিউ ১১২২, ট্রাফিক পুলিশ এবং তহসিল প্রশাসনসহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাত্রীদের উদ্ধারের জন্য সমন্বিত অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন।
গত বছরের ২৪ আগস্ট ওই সেতুতেই একটি বাস নদীতে পড়ে যাওয়ার পর ২৪ জন নিহত হন। অন্যদিকে ২০২৪ সালের অক্টোবরে কাহুতা-হাজেরা আজাদ জেকে সড়কে আরেকটি দুর্ঘটনায় ১৪ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হন। সূত্র: ডন
ভারতে আদিবাসী নারী হত্যার জেরে জ্বালিয়ে দেওয়া হলো বাঙালিদের গ্রাম