প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়লো ‘টিম বাংলাদেশ’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করে এই বিশ্ব রেকর্ড গড়েন। বিশ্বের ইতিহাসে এটিই সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেয় ‘টিম বাংলাদেশ’। স্বাধীনতার ৫৪ বছরকে স্মরণীয় করে রাখতে ৫৪ জন প্যারাট্রুপার এই সাহসিকতার প্রদর্শনী করেন। এই ঐতিহাসিক মুহূর্ত ও প্যারেড প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রেকর্ডের পাশাপাশি অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। এ সময় বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ‘এয়ার শো’ দেখতে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নামে। সকাল ১১টার দিকে আগারগাঁও সংলগ্ন ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যদের কড়া নিরাপত্তা তল্লাশি শেষে দর্শনার্থীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।

DR/AHA