ঢাকায় তারেক রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন দীর্ঘ ১৭ বছর পর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি।

এর আগে, আজ সকাল ৯টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়েন তিনি।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ, যা শেষ সময়ে আরও তীব্র হয়ে উঠেছে।

তারেক রহমানের দেশে ফেরার তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী নেতাকর্মীদের ঢল নামতে শুরু করে। গতকালও (বুধবার, ২৪ ডিসেম্বর) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ভিড় দেখা গেছে রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে। সংবর্ধনায় অংশ নিতে দলের উদ্যোগে ১০টি রুটে বিশেষ ট্রেন বুকিং দেওয়া হয়েছে।

নেতাকে বরণ করে নিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ। এছাড়া বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকা হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত পুরো পথে বসানো হয়েছে ৯০০টি মাইক, যাতে সংবর্ধনার বার্তা ও বক্তব্য সবার কাছে পৌঁছে দেওয়া যায়।

বুধবার মধ্যরাতে নির্মাণাধীন মঞ্চ পরিদর্শন করেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এসময় তিনি আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশেই নান্দনিক ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলো। বিশেষ করে পূর্বাচল ও ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের পদচারণায় উৎসবের আবহ তৈরি হয়েছে। হাতে হাতে শোভা পাচ্ছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, বিক্রি হচ্ছে দলীয় পতাকা।

SN
আরও পড়ুন