এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা ও জাইমা রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তারা গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বেরিয়ে যান।

এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান তারা। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় গিয়েছিলেন তারা।

বিমানবন্দরে নামার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তিনি দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কয়েকজনকে জড়িয়ে ধরেন। উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ফোন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলেন তিনি।

FJ
আরও পড়ুন