সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ এই পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইক দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’
আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, একটি চক্র বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তার পেজটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে রিপোর্ট করেছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে নিয়ে শেয়ার করা তিনটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। এর ফলে ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়।
পেজটি ফিরে পেতে প্রয়োজনীয় আইনি ও কারিগরি পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি সাবেক এই উপদেষ্টা।
ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ