পাগলা মসজিদের দানবাক্সে ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম

কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর তীরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ১৩টি লোহার দানবাক্স শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খোলা হয়েছে। যা আজ ৩ মাস ২৮ দিন পর খোলা হলো। এতে পাওয়া গেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা।

এর আগে, গত ৩০ আগস্ট সিন্দুক খোলা হয়েছিল। তখন ৩২ বস্তা টাকা পাওয়া যায়, আর গণনা শেষে তখন রেকর্ড ভেঙে এক অভাবনীয় অঙ্ক—১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা সংগ্রহ হয়েছিল! এ ছাড়া, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে। প্রায় সাড়ে ১১ ঘণ্টায় ৫০০ জনের একটি দল এই টাকা গণনার কাজে অংশগ্রহণ করে। 

বিস্তারিত আসছে…

AHA
আরও পড়ুন