খালেদা জিয়ার মৃত্যুতে ‘দৈনিক খবর সংযোগ’ পরিবারের শোক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘দৈনিক খবর সংযোগ’ পরিবার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় দৈনিক খবর সংযোগের সম্পাদক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র এবং আপসহীন সংগ্রামের প্রতীক। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তিনি এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারে যে অসামান্য অবদান রেখেছেন, তা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

দৈনিক খবর সংযোগ পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং মরহুমার আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছে।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান জননেত্রী। তাঁর মৃত্যুতে দেশের সংবাদমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

DR/SN
আরও পড়ুন